ইথিক্যাল হ্যাকিং শেখার জন্যে আমার দেখা সব থেকে চমৎকার একটি ভিডিও কোর্স (বিস্তারিত পোস্টে) Hacking tutorials ইথিক্যাল হ্যাকিং শেখার জন্যে আমার দেখা সব থেকে চমৎকার একটি ভিডিও কোর্স (বিস্তারিত পোস্টে) - TipsBD47.Com

Breaking

TipsBD47.Com

Tipsbd.com..Bd best Tips and tricks website. Android phone review.apps review,blogger,wordpress theme and plugin,php scrips,hacking tutorial.Android custom rom,Youtube tips,facebook tips,Brishti RAni,TipsBd47.com

Thursday, July 23, 2020

ইথিক্যাল হ্যাকিং শেখার জন্যে আমার দেখা সব থেকে চমৎকার একটি ভিডিও কোর্স (বিস্তারিত পোস্টে) Hacking tutorials ইথিক্যাল হ্যাকিং শেখার জন্যে আমার দেখা সব থেকে চমৎকার একটি ভিডিও কোর্স (বিস্তারিত পোস্টে)

আপনি কি ইথিক্যাল হ্যাকিং শিখতে চাচ্ছেন, ভালো কোনো গাইডলাইন পাচ্ছেন না। বা কোথা থেকে শিখবেন তা বুঝতে পারছেন না। আসুন তাহলে মনোযোগ সহকারে পোস্ট টি পড়ুন তাহলেই বুঝতে পারবেন আশাকরি। হ্যাকিং বা ইথিক্যাল হ্যাকিং শেখার জন্যে সব থাকে ভালো মাধ্যম হলো উডেমি (Udemy) এখানে আপনাকে যা শিখাবে পিউরলি শেখাবে, কোনো ভুয়া ভিডিও তৈরী করে না, আমার অভিঙ্গতা থেকে বলছি। আমি কিছুদিন আগে ইন্ডিয়ান ইন্সট্রকটরের একটি কোর্স করেছিলাম “এ্যাডস হ্যাকার ওয়ান পয়েন্ট জিরো” নামের, প্রতিটা সেকশনের প্রতিটা লেকচার এতো ইনজয় করে সম্পুর্ন করেছি তা বলে বোঝানো যাবেনা। ওই “এ্যাডস হ্যাকার ওয়ান পয়েন্ট জিরো” কোর্সটি যদি বাংলাদেশী কোনো আইটি সেন্টার থেকে সম্পুর্ন করতাম তাহলে টাকা খরচ হতো ১০,০০০ এর অধিক। “এ্যাডস হ্যাকার ওয়ান পয়েন্ট জিরো” কোর্সটির মূল্যে সম্ববত ৯০০ টাকা ছিলো, কিন্তু আমি বিনামূল্যেই কোর্সটি সম্পুর্ন করেছি, উডেমি অফারের মাধ্যমে। উডেমি সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে গুগল করুন, তাহলেই বুঝতে পারবেন। যাইহোক আজকে আমি একটি উডেমির ইথিক্যাল হ্যাকিং কোর্স দিবো যেটার মূল্য ১৯৯ ডলার ছাড়কৃত মূল্যে ১০৯ ডলার ; ভয় নেই কোর্সটি আপনার কেনার প্রয়োজন পড়বে না, আপনি ফ্রিতেই নিতে পারবেন। কোর্সটি সম্পকে বলিঃ কোর্সটির নামঃ ইথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস। কোর্সটি তৈরী করেছেঃ জাডা ইলার্নিং ইন্সটিটিউট। কোর্সটির মূল্যেঃ ১০৯ ডলার, কোর্সটি দুইদিনের জন্যে ১০০ ছাড় চলছে, তাই এই সুযোগে কুপন এপ্লাই করে লুফে নিতে পারেন। কোর্সটির ভাষাঃ ইংরেজী, ভয় পাবেন না ইংরেজী শুনে, আপনি যদি তামিল বা হিন্দি সিনেমার ভাষা বুঝতে পারেন হিন্দি বা তামিল ভাষা না শিখে তাহলে ইংরেজী ও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোর্সটির কন্টেন্টঃ ১২ টি অধ্যায় এবং ৫৮ টি লেকচার রয়েছে, মোট দৈর্ঘ্য ২৩ ঘন্টা ১২ মিনিট। কোর্সটিতে রেটিংঃ ৪.২ স্টার রেটিং পেয়েছে ২৯৭ টি প্রায়। কোর্সটিতে শিক্ষার্থীর সংখ্যাঃ ৫৭,৮৯১ জন প্রায়। কোর্সটি ইনরোল করলে, লাইফটাইম এক্সেস পাবেন। এবং কোর্সটি ১০০ % সম্পন্ন করলে সার্টিফিকেট পাবেন। কোর্সটি ইনরোল করার জন্যে সর্বপ্রথম একটি একাউন্ট করুন উডেমিতে নিচের লিংকে গিয়ে SignUp এরপর আপনি নিচের লিংকে গিয়ে কোর্সটি ইনরোল করে ফেলুন Take Course

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here