Kali-Nethunter installation in Termux || টারমাক্স এ কালি নেটহান্টার ইন্সটল করুন এবং রান করুন। - TipsBD47.Com

Breaking

TipsBD47.Com

Tipsbd.com..Bd best Tips and tricks website. Android phone review.apps review,blogger,wordpress theme and plugin,php scrips,hacking tutorial.Android custom rom,Youtube tips,facebook tips,Brishti RAni,TipsBd47.com

Thursday, July 23, 2020

Kali-Nethunter installation in Termux || টারমাক্স এ কালি নেটহান্টার ইন্সটল করুন এবং রান করুন।

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের টপিক Termux এ Kali Linux Nethunter ইন্সটল করা এবং তা VNC cliant এর সাথে ইউজ করা।😁 যাদের Termux ইন্সটল নাই, তারা প্লে স্টোর থেকে ইন্সটল করে নিন। (আমি নিউ ভারশন ইউজ করি, কোনো প্রব্লেম নাই, সো আপনারা নিউ বা ওল্ড যেখোনো একটা ইউজ করতে পারেন। ) Let’s begin 😎 1 ☞ Termux ওপেন করে জাতীয় কমান্ড দিয়ে দিন 😅 $ pkg update && pkg upgrade (Yes কনফারমেশন চাইলে y দিয়ে এন্টার দিবেন, এটা সব সময় pkg install করার সময় yes no আসলে y দিবেন। 😐 এটা আর বলবো না, অখে) 2 ☞ এবার Curl ইন্সটল করতে হবে, সো টাইপ $ pkg install curl 3 ☞ এবার এটা কপি পেস্ট করুন, এটা দিয়েই kalinethunter ইন্সটল হবে।। curl -LO https://raw.githubusercontent.com/Hax4us/Nethunter-In-Termux/master/kalinethunter 4 ☞ এবার ls এন্টার করে দেখুন এখানে একটা ফাইল আসছে kalinethunter..😐 এটাকে execute পারমিশন দিতে হবে, সো কমান্ড দিন, chmod +x kalinethunter 5☞ এবার আসতেছে মেইন কাজ, মুলোতো এখন কালিনেটহান্টার ইন্সটল শুরু হবে,, এর জন্য ফাইলটি excute করুন, কমান্ড ./kalinethunter 6☞ এবার অপেক্ষা করুন, প্রায় আধ ঘন্টা লাগতে পারে, 1.7gb file ডাউনলোড হবে। extract হলে প্রায় ৩ জিবি হতে পারে। আমার 1.2mbs স্পিডে ডাউনলোড হয়েছে ৩০মিনিট লাগছে প্রায়,, ১বার ৮৫% নেটওয়ার্ক এরোর হয়সিল, ওয়াইফাই ইউজার। যদি স্পিড খুব কম থাকে তাইলে VPN ইউজ করতে পারেন, সব দরনের Termux ফাইল ইন্সটল ডাউনলোড এর সময় স্লো স্পিড হলে ভিপিএন ইউজ করে দেখতে পারেন, আমি Anonytune vpn ইউজ করি।।😊 ৭☞ ডাউনলোড শেস হলে অটো এক্সট্রাক্ট হবে এবং ফিনিশ হবে।। 😊😊 ৮☞ এবার কালি রান করানোর পালা,,😇 রান করতে কমান্ড দিন $ startkali 9☞ দেখুন রান হয়ে গেছে, kali এর Terminal এসে গেছে।। কিন্তু আমরাতো সুধু টারমিনাল না, আমরা পুরা computer ইন্টারফেস নিবো।।😁😁😁 সো এর জন্য VNC ইউজ করবো, তাই VNC ইন্সটল করে নিন।। https://play.google.com/store/apps/details?id=com.realvnc.viewer.andro 10☞ কালি VNC তে ইউজ করতে কমান্ড দিন, $ vnc start 11☞ প্রথমবার password চাইবে একটা পাস দিন, এবং এটি মনে রাখবেন,, verify চাইলে আবারো সেম পাস দিবেন,, অখে ডান 😎 এবার VNC তে চলুন।। এটাতে N দিবেন ১২☞ vnc অপেন করে প্লাস (+) এ ক্লিক করুন, address এ দিবেন localhost::5902 (Kali রান করলে সেটা ৫৯০২ পোর্ট এ রান করবে, আর কালি রুট দিয়ে রান করলে সেটার পোর্ট ৫৯০১ থাকবে সো ভিএনসিতে এটাই দিতে হবে.. name বক্স এ আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন।। creat এ ক্লিক করুন। ১৩☞ এবার কানেক্টে ক্লিক করুন, এবাং uncrypted আসলে Ok দিয়ে দিবেন। ১৪☞ এখানে দেখুন পাস চাইতেছে, এখানে VNC Start দেউয়ার সময় যে পাসটা দিসিলেন, সেই পাস দিবেন। এবং continue তে ক্লিক করেন। BOOM 😅 You have installed Kali Nethunter Successfully 😎 (এসব স্টেপ কেবল এক বারি করতে হবে) এখানে আপনি টারমিনাল ইউজ করতে পারবেন, ওয়েব ব্রাওজার ইউজ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন।।😋😋 metasploit ও ইউজ করতে পারবেন 😐 termux a অনেক প্রব্লেম দেই metasploit সো এখানে প্রব্লেম চারাই ইউজ করতে পারবেন।। 🙂 [vnc te কানেক্ট হওয়ার প্রথম বার আপ্নাকে ইউজ দেখাবে skip diben না,, সেগুলা দেখবেন কিভাবে ইউজ করতে হয়] [টাচ করলে মাউস লেফট কি, ২ আংগুল টাচ করলে মাউস রাইট কি, ৩ আংগুল টাচ করলে মউস মিড কি, স্ক্রল করতে ২ ফিংগার, দিয়ে স্ক্রল করুন, আর যুম ইন আউট করুন] important—–> কালি রুট ইউজার হিসেবে রান করতে start করার সময় কমান্ডে রুট বলে দিতে হবে 😅 কমান্ড হলো,, $ startkali -r এবার আগের মতো সেম প্রসেস, Vnc start করুন, পাস দিন ভেরিফাই আবার সেম পাস দিন, yes no তে N দিন।। Root username: kali pass: kali 😐 সব আগের মতো করে VNC তে কানেক্ট করুন,, তবে আগেই বলেছি Root kali রান করলে পোর্ট চেঞ্জ হবে, পোর্ট হবে 5901, সো যেখানে আমরা পোর্ট 5902 দিয়েছিলাম সেখানে দিবেন 5901.. 😐 Vnc কোন পোর্ট এ রান করছে তা দেখতে termux এ vnc start করার পর $ vnc status দিয়ে চেক করে নিতে পারবেন।।🙂🙂 Vnc stop করতে $ vnc stop দিলেই হবে, কালি এক্সিট করতে $ exit লিখে এন্টার দিন। অনেক সময় exit দিলেও exit hoy না, সেখেত্রে টারমাক্স tap and hold করুন, তারপর more এ ক্লিক করুন, তারপর Kill all process এ ক্লিক করুন এবং এন্টার দিন, ব্যাস সব প্রসেস অফ হয়ে যাব।। সো এই ছিলো আজকের টপিক।।🙂 আশা করি সবাই ভালোবাবে করতে পারবেন।। (আরেক্টা কথা, আপনি চাইলে vnc তে ইউজ না করে termux এই টারমিনাল ইউজ করতে পারেন,,☺ start কালি দিলে যখন start হয়, তখন সেটাই kalir টারমিনাল) (ছবির উপর নাম্বার দেখে চিন্তায় পরবেন না, এতো ss সেরিয়াল মনে থাকেনা, তাই নাম্বার দিয়ে রাখছি।। 🙂) All credit goes to Hax4us (লখেশ).. এই কালি টাও অনার মডিফাই করা।🙂 সো তার চ্যানেল এ গিয়ে ভিডিও আছে দেখতে পারেন।।🙂 [বিঃদ্রঃ কিছু যাইগাই স্ক্রিন শোট এ ভিন্নতা দেখা যেতে পারে, তাই আমার ss এর সাথে ১০০% মিল খুইজেন না। কিন্তু কমান্ড ঠীকঠাক আছে, সো কমান্ড ফলো করুন ] ধন্যবাদ 😉

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here